তাদের ঘাড় ধরে বলা উচিত এর বিহীত কর
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৭ জানুয়ারি, ২০১৫, ১২:০৭:৪১ দুপুর
মোটর বাইকে দীর্ঘপথ অতিক্রম করে আসছিলাম, সামনে সরু রাস্তা।এখানে জন মানষের গিজগিজ অবস্থা।সরু পথের সামান্য দুর অতিক্রম করতেই জনৈক ব্যক্তির বস্তায় আমার ডান পা সরকে যায় এবং পায়ের সামান্যাংশ বাইকের চ্যালেন্সার পাইপের সাথে লেগে চ্যানচ্যান করে পুড়ে যায়।মনে হয়েছিল, সমস্ত শরীরে আগুন ধরে গেছে, প্রচন্ড যন্ত্রণায় নাক মুখ নীল হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছিল।রাগে ক্ষোভে না পারছি পথচারীকে গালি দিতে না পারছি যন্ত্রণা সহ্য করতে। ওরে বাবা! বিষণ কষ্ট! বিষণ যন্ত্রণা!
পরে এ বলে মনকে প্রবোধ দিচ্ছিলাম, আমার এ সামান্য পোড়ায় কী যন্ত্রণা, যাদেরকে পেট্রোল বোমা মেরে সমস্ত শরীর দগ্ধ করে পুড়ে অঙ্গার করে দিচ্ছে তাদের কি পরিমান যন্ত্রণা!আল্লাহ সবাই কে হেদায়াত দান করো। আরে! আমারতো ইচ্ছে করছে, এ দুষ্কৃতিকারীদেরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিতে।তারাও একই যন্ত্রণা ভোগ করবে।
যখন দুষ্কৃতিকারীদেরকে পোড়ানো হবে তারাও নিরিহ মানুষকে পোড়াবে।তাহলে এর ইতি কোথায়? ইতি হাছিনা খালেদার হাতে। এদেরকে ঘাড় ধরে এক জায়গা এনে বলা উচিত, এর বিহীত কর।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন